ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘শুধু ৫০নং ওয়ার্ডই নয়, ঢাকা-৫ আসনের কোথাও কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও মাদকের আখড়া থাকবে না। যারাই এই ধরনের কার্যকলাপে জড়িত থাকবে, তাদের সমূলে উৎপাটন করা হবে। বিগত ফ্যাসিবাদী সরকারের সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি ও নৈরাজ্য রাজনীতিকে একটি দুর্বৃত্তায়নে পরিণত করেছিল। সবাইকে সতর্ক থাকতে হবে, আওয়ামী লীগের ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে। আওয়ামী লীগ ও তার দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।’
বুধবার ঢাকা মহানগর দক্ষিণের ৫০নং ওয়ার্ডে বিএনপির এক যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নবীউল্লাহ নবী বলেন, ফ্যাসিস্টরা যাতে আর রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা চাই অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করা হোক।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু সতর্কতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে করণীয় নিয়ে কথা বলেন নবীউল্লাহ নবী। তিনি বলেন, ডেঙ্গু ভয়াবহ মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। ডেঙ্গুর বিষয়ে আগাম প্রতিরোধের ব্যবস্থা নেওয়া দরকার ছিল, কিন্তু তা হয়নি। এজন্য ডেঙ্গু প্রতিরোধে আমাদের সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে।
বিএনপির এই যৌথ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৫০নং ওয়ার্ড সভাপতি শাকিল আহম্মেদ মোল্লা, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসানুল কবির ওয়াসিম ও যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বীন ইসলাম। এ সময় ৫০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল