[পূর্ব প্রকাশের পর]
৫৪. আদিকোষ কোনটি ?
ক. ব্যাকটেরিয়া খ. ভাইরাস
গ. অ্যামিবা ঘ. ভাইরাস ও অ্যামিবা
উত্তর ঃ ক
৫৫. কোনটি দেহকোষ নয়?
ক. স্নায়ুকোষ খ. শুক্রাণু গ. ত্বককোষ ঘ. লোহিত রক্তকণিকা উত্তর ঃ খ
৫৬. সকল সজীব কোষে থাকে-
ক. প্লাস্টিড খ. গ্লাইকোজেন
গ. নিউক্লিয়াস ঘ. সাইটোপ্লাজম
উত্তর ঃ ঘ
৫৭. একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত?
ক. ৪টি খ. ২টি গ. ১টি ঘ. বহুগুলো
উত্তরঃ গ
৫৮. কোনটি এককোষী প্রাণী?
ক. মাছ খ. অ্যামিবা গ. গরু ঘ. ম্যালেরিয়া
উত্তর ঃ খ
৫৯. সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে?
ক. হাইড্রোজেন খ. নাইট্রোজেন
গ. ইথাইল ঘ. হিলিয়াম
উত্তরঃ ক
৬০. বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
ক. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
খ. ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহন উপযোগী বস্তু প্রস্তুত করে
গ. সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
ঘ. মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে উত্তরঃ ক
৬১. পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামোটি কত গুন?
ক. ১৫ লক্ষ গুণ খ. ১ লক্ষ গুণ
গ. ১৩ লক্ষ গুণ ঘ. ১০ লক্ষ গুণ
উত্তরঃ গ
৬২. সূর্য চন্দ্র অপেক্ষা কতগুণ বড়
ক. ২ কোটি ৪০ লক্ষ গুণ
খ. ২ কোটি ৩০ লক্ষ গুণ
গ. ২ কোটি ৫০ লক্ষ গুণ
ঘ. ২ কোটি ৬০ লক্ষ গুণ
উত্তরঃ খ
৬৩. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
ক. ১০.৬৫ মিনিট খ. ৯.১২ মিনিট
গ. ৭.৯৬ মিনিট ঘ. ৮.৩২ মিনিট
উত্তরঃ ঘ
৬৪. আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
ক. পুলহ খ. প্রক্সিমা সেন্টারাই
গ. লুব্ধক ঘ. ধ্রুবতারা
উত্তর ঃ গ
৬৫. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? / অথবা, সূর্যছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
ক. প্রঙ্মিা সেন্টারাই খ. আলফা সেন্টারাই
গ. নেবুলা ঘ. লুব্ধক
উত্তরঃ ক
৬৬. সপ্তর্ষিমণ্ডল আকাশে কিসের মত দেখায়?
ক. এস আকৃতির খ. জিজ্ঞাসা চিহ্নের মত
গ. যতি আকৃতির ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
৬৭. গ্যালিলিও কি?
ক. বৃহসপতি গ্রহের একটি উপগ্রহ
খ. মঙ্গল গ্রহের একটি উপগ্রহ
গ. শনি গ্রহের একটি উপগ্রহ
ঘ. পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ উত্তর ঃ ঘ
৬৮. সিরকা তৈরিতে কোন এসিড ব্যবহৃত হয়-
ক. ল্যাকটিক এসিড খ. সাইট্রিক এসিড
গ. অ্যাসিটিক এসিড ঘ. অ্যাসকরবিক এসিড
উত্তরঃ গ
৬৯. লেবুর রসে কোন এসিড থাকে?
ক. সাইট্রিক খ. হাইড্রোক্লোরিক
গ. সালফিউরিক ঘ. নাইট্রিক
উত্তরঃ ক
৭০. আমলকিতে থাকে-
ক. অ্যাসিটিক এসিড খ. টারটারিক এসিড
গ. অক্সালিক এসিড ঘ. সালফিউরিক এসিড
উত্তরঃ গ
৭১. আঙ্গুর ফলে কোন এসিড থাকে-
ক. নাইট্রিক এসিড খ. টারটারিক এসিড
গ. অক্সালিক এসিড ঘ. ফরমিক এসিড
উত্তরঃ খ
৭২. দুধে কোন ধরনের এসিড থাকে?
ক. ল্যাকটিক এসিড খ. সাইট্রিক এসিড
গ. সাইট্রিক ও ল্যাকটিক এসিড ঘ. কোন এসিড নেই উত্তরঃ ক
৭৩. ভিনেগার বলতে কি বুঝায়?
ক. ৬-১০% অ্যাসিটিক এসিডের জলীয় দ্রবণ
খ. ১০-১৫৪১% অ্যাসিটিক এসিডের জলীয় দ্রবণ
গ. ৫-১০% অ্যাসিটিক এসিডের জলীয় দ্রবণ
ঘ. ১০-১৫% অ্যাসিটিক এসিডের জলীয় দ্রবণ উত্তরঃ ক ও গ
৭৪. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
ক. নেপচুন খ. শনি
গ. বুধ ঘ. পৃথিবী উত্তরঃ গ
৭৫. সৌরজগতের দ্রুততম গ্রহ হলো-
ক. শুক্র খ. শনি
গ. বুধ ঘ. বৃহস্পতি
উত্তরঃ গ
৭৬. সূর্যের নিকটতম গ্রহের নাম কি?
ক. পৃথিবী খ. বুধ গ. শুক্র ঘ. শনি উত্তরঃ খ
৭৭. সৌর জগতের কোন গ্রহের, সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?
ক. বুধ খ. শুক্র
গ. পৃথিবী ঘ. বৃহস্পতি
উত্তরঃ ক
৭৮. শুকতারা একটি
ক. উপগ্রহ খ. গ্রহ
গ. নক্ষত্র ঘ. নীহারিকা
উত্তরঃ খ
৭৯. প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক. নিউরন খ. জইঈ
গ. গবলেট ঘ. ডইঈ উত্তরঃ ক
৮০. উপমহাদেশের বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন-
ক. আব্দুস সালাম খ. এইচ, জি খোরানা
গ. সি.ভি রমন ঘ. সত্যেন বোস
উত্তরঃ গ
৮১. নোবেল বিজয়ী আব্দুস সালাম কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক. পাকিস্তান খ. ভারত
গ. বাংলাদেশ ঘ. মিশর উত্তরঃ ক
৮২. আলেকজান্ডারের শিক্ষক-
ক. হোমার খ. সক্রেটিস
গ. প্লেটো ঘ. এরিস্ট্রটল উত্তরঃ ঘ
৮৩. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
ক. মাইম্যান-১৯৬০ খ. রাদার ফোর্ড-১৯১৯
গ. হাইগ্যান-১৯৬১ ঘ. বোর-১৯৬৩
উত্তর ঃ ক
৮৪. ফনোগ্রাম কে আবিষ্কার করেন-
ক. মার্কনি,১৯০০ সালে
খ. ফ্যারাডে, ১৯৬০ সালে
গ. রন্টজেন, ১৮৯৫ সালে ঘ. এডিসন,১৮৭৮ সালে
উত্তরঃ ঘ
৮৫. টেলিভিশন আবিষ্কার করেন-
ক. ফ্যারাডে খ. এডিসন
গ. এফ, বি মোর্স ঘ. জন এল বেয়ার্ড
উত্তরঃ ঘ
৮৬. প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-
ক. ডর ফেল্ট খ. লাইবনিৎস
গ. জর্জ বুল ঘ. চার্লস ব্যাবেজ উত্তরঃ ঘ
৮৭. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?
ক. ড. শামসুল হক খ. ড. কামাল উদ্দিন আহমেদ
গ. ড. কুদরত-ই-খুদা ঘ. ড. আব্দুল্লাহ আল মুতী
উত্তর ঃ ঘ
৮৮. একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয়-
ক. ম্যাক্রোফেস খ. নিউরন
গ. নেফ্রন ঘ. মলিকুলার সেল
উত্তর ঃ খ
৮৯. লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরী কোষপ্রাচীর কোনটি?
ক. ছত্রাক খ. শৈবাল
গ. ব্যাকটেরিয়া ঘ. সপুষ্পক উদ্ভিদ
উত্তর ঃ গ
৯০. ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরী ?
ক. পেক্টোজ খ. কাইটিন
গ. সুবেরন ঘ. লিগনিন উত্তর ঃ খ