বস্ত্র অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল ইসলাম।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমানকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ