সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ও চার সদস্য।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পিএসসির চার সদস্য হলেন- নুরুল কাদির, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ ও মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।
শ্রদ্ধা জানানো শেষে পরিদর্শন বইয়ে সই করেন পিএসসি চেয়ারম্যান।
অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, আমরা কেবল দায়িত্ব নিয়েছি। পরীক্ষার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলাপ-আলোচনা করছি। আপনারা অচিরেই জানতে পারবেন। এ বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করবো।
গত বুধবার পিএসসির নতুন চেয়ারম্যান ও চার সদস্যকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। আগামী পাঁচ বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন