ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, ১৫ বছরের অধিক সময় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে প্রতিপক্ষকে নির্মূল করার লক্ষ্যে মানুষ হত্যাসহ বিভিন্ন রকম অপরাধ করেছে। ফলে তাদের চরম বিপর্যয় ঘটেছে। তিনি বলেন, সব ধরনের সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে একমাত্র ইসলাম। গতকাল বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী সমাজ আয়োজিত ‘দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের উপায়’ বিষয়ে অনুষ্ঠিত মানবাধিকার সমাবেশে তিনি প্রধান বক্তার বক্তব্য রাখেন।
ইসলামী সমাজের আমির আরও বলেন, দেশে চলমান বন্যার ভয়াবহতার অন্যতম একটি কারণ ভারত সরকারের অনৈতিক বাঁধ খুলে দেওয়া।
তিনি ভারত সরকারকে এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প ও ভূমিধস এবং অর্থ-সম্পদের মোহ ও ক্ষমতা-আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষে সংঘাত-সংঘর্ষ ইত্যাদি শিরক ও কুফরের অধীনে মানুষের কৃত অপরাধের শাস্তিস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনেরই আজাব-গজব। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানান তিনি। সোলায়মান কবীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুহাম্মাদ ইয়াছিন, আবু জাফর মো. সালেহ প্রমুখ।