ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের সাবেক ডিসি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমান, মিরপুর বিভাগের সাবেক ডিসি মো. জসীম উদ্দীন মোল্লাসহ আট পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রকাশ করা হয়।
সাময়িক বরখাস্ত বাকি ছয় কর্মকর্তা হলেন ডিবির সাবেক এডিসি (সুপারনিউমারারি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ, ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের সাবেক এডিসি (সুপারনিউমারারি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) জুয়েল রানা, গুলশান বিভাগের সাবেক এডিসি মো. রফিকুল ইসলাম, নওগাঁর সাবেক অতিরিক্ত এসপি আহসানুজ্জামান, ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের এসি তানজিল আহমেদ এবং এপিবিএনের এএসপি মো. রফিকুল ইসলাম।
ডিসি মশিউর রহমানের প্রজ্ঞাপনে বলা হয়, নিউমার্কেট থানার মামলায় গত ২০ সেপ্টেম্বর গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সাময়িক বরখাস্তকালে তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
ডিসি মো. জসীম উদ্দীন মোল্লার প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ায় ৩০ অক্টোবর রংপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাময়িক বরখাস্তকালে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
এডিসি শাহেন শাহের প্রজ্ঞাপনে বলা হয়, নিউমার্কেট থানার মামলায় ১৭ অক্টোবর গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সাময়িক বরখাস্তকালে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
এডিসি জুয়েল রানার প্রজ্ঞাপনে বলা হয়, নিউমার্কেট থানার মামলায় ১৮ অক্টোবর গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সাময়িক বরখাস্তকালে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।