ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে পুরোহিতের কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে।
ইসলামী ঐক্যজোট : ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ঐক্যজোট। গতকাল বিকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদির। আরও বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা আবুল কাশেম, মুফতি যুবায়ের আহমদ, মুফতি জসিম উদ্দীন, মাওলানা সামছুদ্দীন, মাওলানা সাইফুল্লাহ হাবিবী প্রমুখ।
গওহরডাঙ্গা শিক্ষাবোর্ড : মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদ জানিয়ে আগামী ২ অক্টোবর সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশ। গতকাল বোর্ডের এক খাস মজলিসে এ কর্মসূচি ঘোষণা করা হয়। মজলিসে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন। এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।