রংপুর বিভাগ থেকে একজন উপদেষ্টা নিয়োগসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে রংপুর বিভাগের সাধারণ ছাত্র-জনতা। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, জাতীয় বাজেটে ন্যায্য বরাদ্দ, বিশেষ আর্থিক বরাদ্দসহ গ্যাস সংযোগ প্রদান, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পায়ন এবং রংপুর থেকে একজন উপদেষ্টা নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বর্তমান সরকারের দায়িত্ব হিসেবে বিভিন্ন বিভাগ ও জেলা থেকে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু অবহেলিত রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। এখন অনেকে বলতে পারেন, আমরা স্বার্থ খুঁজছি। আমি বলতে চাই, আমরা যদি স্বার্থের দিকে তাকাতাম তাহলে কোন বিভাগ থেকে কতজন উপদেষ্টা হয়েছেন সেটার লিস্ট দেখাতে আসতাম। আমরা স্পষ্ট করে বলতে চাই অবহেলিত উত্তরবঙ্গের মাটি ও মানুষের যুগ যুগ ধরে চলে আসা সমস্যা ঘুচাতে হলে উত্তরবঙ্গের মানুষ দরকার। তিনি বলেন, উত্তরবঙ্গ থেকে বেড়ে ওঠা ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া অনেক যোগ্য তরুণ-প্রবীণ রয়েছেন যারা অন্তর্বর্তী সরকারকে যথাযোগ্যভাবে দক্ষতার সঙ্গে নিতে সক্ষম। তাই আমাদের যৌক্তিক দাবি সাপেক্ষে উপদেষ্টা পরিষদে যুক্ত করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের এই কর্মসূচি আরও বৃহত্তর আকার ধারণ করবে এবং আরও বেশি প্রতিবাদী আকার ধারণ করবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর লেকচারার রাজিব ম লের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আবিদ হোসেন রাফি, অ্যাডভোকেট মেহেদী হাসান, রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।