রাজধানীর মুগদায় নির্মাণাধীন দোতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে আবুল হোসেন (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ওই ব্যক্তির ভাতিজা জাহাঙ্গীর আলম জানান, মুগদায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান তার চাচা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।