পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের সিনিয়র সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ড. এম মাহফুজুল হক।
বৃহস্পতিবার ড. মাহফুজুল হককে সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ড. এম মাহফুজুল হককে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।
অপর প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারের সিনিয়র সচিব মাহফুজুল হককে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
ড. মাহফুজুল হক পর্তুগালে বর্তমান রাষ্ট্রদূত রেজিনা আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে ১ বছরের জন্য পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন রেজিনা আহমেদ।
বিডি প্রতিদিন/একেএ