* বাচ্চাদের জন্য আলাদা করে খেলনার মোবাইল না কিনে আপনার পুরনো মোবাইলটিই বাচ্চাদের খেলনা হিসেবে ব্যবহার করতে দিতে পারেন।
* চাইলে আপনার পুরনো ফোনটি মুদি দোকানে বাটখারা হিসেবেও ব্যবহার করতে পারবেন।
* মূল্যবান কাগজপত্র যত্নসহকারে রাখার জন্য আপনার পুরনো মোবাইলটি পেপার ওয়েট হিসেবেও ব্যবহার করতে পারেন।
* পুরনো মোবাইলগুলো সংরক্ষণ করে আপনি নিজের ঘরকে ছোটখাটো একটা মিউজিয়াম ঘোষণা করতে পারেন!
* আনস্মার্ট মোবাইলগুলো যথেষ্ট টেকসই হওয়ায় ওইগুলো দিয়ে ঢিল ছুড়ে গাছের আম বা বরই পারতে পারবেন অনায়সেই।
* যেহেতু পুরনো অধিকাংশ ফোনেই টর্চ সিস্টেম ছিল তাই চাইলে ফোনটিকে রাতের বেলায় আপনি টর্চলাইট হিসেবেও ব্যবহার করতে পারেন!
* যেসব মোবাইলে এন্টেনা লাগানো ছিল সেগুলো দিয়ে সাবধানতার সঙ্গে নিজের কান চুলকিয়ে নিতে পারেন!
* একাধিক নষ্ট মোবাইল থাকলে সেগুলো দোকানের মতো সাজিয়ে আপনি লোকজনের সামনে নিজেকে মোবাইল মেকানিক হিসেবে পরিচয় দিতে পারবেন।
* ছিনতাইয়ের কবলে পড়লে ছিনতাইকারীর হাতে আপনার আনস্মার্ট ফোনটি গছিয়ে দিয়ে আপনি সহি-সালামতে চম্পট দিতে পারেন!
* সর্বোপরি একেবারেই যদি কোনো কাজে না লাগাতে পারেন তবে আপনার পুরনো আনস্মার্ট ফোনটিকে কটকটিওয়ালার কাছে বেচে দিয়ে কিছু টুপাইস ইনকাম করতে পারেন কিংবা মনে চাইলে আপনি কটকটিও কিনে খেতে পারেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        