আবদুল কাদিরের পর পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার মুশতাক আহমেদ। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের স্পিন কোচ ছিলেন। তার অন্তর্ভুক্তিতে লাভবান হয়েছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। শুধু রিশাদ নন, উপকৃত হয়েছেন দেশের অন্য লেগ স্পিনাররাও। বিসিবি সন্তুষ্ট মুশতাকের পারফরম্যান্সে। তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল। কিন্তু টি-২০ বিশ্বকাপের পর পাকিস্তানি লেগ স্পিনার চুক্তি নবায়ন করেননি। কারণ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে নতুন করে চুক্তি করেন তিনি। তাই ব্যর্থ হয় বিসিবি। অবশ্য যোগাযোগ বন্ধ রাখেনি মুশতাকের সঙ্গে। না পেলেও ভবিষ্যতের একটা ক্ষীণ আলো দেখতে পেয়েছে ক্রিকেট বোর্ড। গতকাল মিডিয়ার মুখোমুখিতে বিসিবি ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান ও পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন পাকিস্তান টেস্ট সিরিজে মুশতাককে পাওয়ার কথা। তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদ অ্যাভেইলেবল। তাকে পাওয়া যাবে।’ আগামী মাসে রাওয়ালপিন্ডি ও করাচিতে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলবে মুশতাক। তবে চলতি বছর আরও বাংলাদেশের যে সিরিজগুলো আছে, সেখানে মুশতাককে পাওয়া যাবে না। মুশতাকের সঙ্গে অবশ্য দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ও ডান হাতি পেসার তাসকিন আহমেদকে পাওয়া যাবে।
মুশতাককে শুধু টি-২০ বিশ্বকাপের জন্য গত এপ্রিলে দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত দারুণ কাজ করেছেন। কিন্তু মুশতাকের আগ্রহ না থাকায় চুক্তি করা যায়নি। অবশ্য ভবিষ্যতের জন্য চাইছে বিসিবি, বলেন জালাল। তিনি বলেন, ‘যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত ব্যস্ত। আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার।’ সাকিব প্রসঙ্গে বলেন, ‘পাকিস্তান টেস্টে অ্যাভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। হাতে সময় না থাকলে, সে দুবাই থেকে পাকিস্তান চলে যাবে। আমরা বলেছি, ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে দলের সঙ্গে যেতে।’