প্যারিসের লা ডিফেনসে অ্যারেনায় ঝড় তুলে সোনা জিতেছেন পান ঝানলে। এবারের গেমসে তিনিই প্রথম সাঁতারু, যিনি বিশ্বরেকর্ড গড়লেন। ১০০ মিটার ফ্রিস্টাইলে ৪৬.৪০ সেকেন্ডে সোনা জিতে নিজের গড়া বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন ঝানলে। ছয় মাস আগে কাতারের দোহায় ৪৬.৮০ সেকেন্ড নিয়ে সাঁতারে এ ইভেন্টে বিশ্বরেকর্ড গড়েছিলেন। প্যারিস অলিম্পিকে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন ১৯ বছর বয়সি ঝানলে। এবারের অলিম্পিকে সাঁতারে তিনিই চীনকে প্রথম সোনা এনে দিলেন। সোনা জয়ের পথে পেছনে ফেলেছেন রিও অলিম্পিকে সোনাজয়ী ও টোকিও অলিম্পিকে রুপাজয়ী অস্ট্রেলিয়ার কাইল চান মার্সকে। ৪৭.৪৮ সেকেন্ডে মার্সকে এবার রুপাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ৪৭.৪৯ সেকেন্ডে তামা জেতেন রোমানিয়ার ডেভিড পোপেভিচ।
১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে পদকই জিতবেন কি না, এ নিয়ে ঝানলে নিজেই ছিলেন সন্দিহান। তাই বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন-প্রথমে তাঁর বিশ্বাসই হচ্ছিল না। মাইকে যখন নাম ঘোষণা হলো তখন হাতে চিমটি কেটে ঝানলে দেখলেন তিনি ঠিক আছেন। ইলেকট্রনিক্স বোর্ডে তার নাম দেখে এতটা আবেগাপ্লুত হয়ে পড়েন যে কিছুক্ষণ কথাই বলতে পারছিলেন না। পরে যখন চীনের পতাকা উড়িয়ে সমর্থকরা তার নামে স্লোগান দিচ্ছিলেন তখন হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন। ঝানলেকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার প্রতিক্রিয়া কী? জবাবে বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আনন্দে আমার ঠিকমতো হয়তো ঘুমই আসবে না। অলিম্পিকে সোনা জেতাটাই আনন্দের। সেখানে নিজের রেকর্ড ভেঙে স্বপ্নপূরণ। জানি না এমন সোনালি মুহূর্ত আমার জীবনে আসবে কি না। দেশের কাছে আমি ঋণী অলিম্পিকে সুযোগ করে দেওয়ার জন্য।’