দুই গোলে পিছিয়ে থেকেও পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে ভারতের সঙ্গে আর পেরে উঠল না যুবারা। ০-১ গোলে হেরে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হলো। গতকাল ভুটানের চাংলিনমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুই দেশ সমানতালে খেলছিল। একবার বাংলাদেশ আরেক বার ভারত আক্রমণ চালিয়ে ম্যাচ জমিয়ে তোলে। তবে প্রথমার্ধে কেউ গোলের দেখা পায়নি। গ্রুপ পর্বের ম্যাচে শেষ মুহূর্তের গোলে ভারতের কাছে হার মানে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে আশা ছিল ভারতকে হারিয়ে প্রথমবার এ আসরে শিরোপা জিতবে। সেই আশা আর পূর্ণ হলো না। একই আসরে ২০২২ সালে বাংলাদেশ ও ভারত সেমিফাইনালে খেলেছিল। সেই ম্যাচে হেরে যায় বাংলাদেশ।
উজ্জীবিত বাংলাদেশের যুবাদের শুরু থেকেই আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে সব আশা শেষ হয়ে যায়। ৫৭ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ভারতের মো. কাইফ। অথচ বাংলাদেশের গোলরক্ষক নাহিদ বা ডিফেন্ডাররা সতর্ক থাকলেই কাইফকে ফেরানো যেত। শেষ পর্যন্ত এ গোলই ভারতকে শিরোপা এনে দেয়। বয়সভিত্তিক ফুটবলে অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ ক্যাটাগরিতে হয়েছে। বাংলাদেশ ১৫ ও ১৬ বয়সি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও এই প্রথম ১৭ আসরে ফাইনাল খেলল।