আরও একটা ট্রফি জয় করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার ইন্টার মায়ামির জার্সিতে। মেজর লিগ সকারের সাপোর্টার্স শিল্ড ট্রফি ঘরে তুলল ইন্টার মায়ামি। গতকাল ইন্টার মায়ামি ৩-২ গোলে হারিয়েছে কলম্বাসকে। লিওনেল মেসি দুটি গোল করেছেন ম্যাচের প্রথমার্ধ্বের শেষদিকে (৪৫ ও ৪৫+৫)। পাঁচ মিনিটের মেসি ম্যাজিকেই প্রতিপক্ষকে কাবু করে ইন্টার মায়ামি। ৪৮ মিনিটে লুইস সুয়ারেজের গোল দলটির জয় নিশ্চিত করে। কলম্বাসের পক্ষে দিয়েগো রোসি ও চুচু হার্নান্দেজ একটি করে গোল করলেও দলের পরাজয় রুখতে পারেননি। এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সের সম্মিলিত পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান নিশ্চিত করে ইন্টার মায়ামি। এতেই তারা ঘরে তোলে সাপোর্টার্স শিল্ড ট্রফি। মেসির ক্যারিয়ারে এটা ৪৬ নম্বর ট্রফি। এর আগে মেসি বার্সেলোনা (৩৫টি), পিএসজি (৩টি), ইন্টার মায়ামি (২টি) এবং আর্জেন্টিনার (৪টি) জার্সিতে মোট ৪৪টি ট্রফি জয় করেন।এ ছাড়া আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের জার্সিতে বিশ্বকাপ এবং বেইজিং অলিম্পিকে সোনার পদক জয় করেন মেসি।
মোট ৪৬টি ট্রফি জয় করেন তিনি। এবার এমএলএস কাপের লড়াই মেসিদের সামনে।