শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা লঙ্ঘনের দায়ে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। শাস্তি এক বছর হলেও শেষ ছয় মাস আপাতত স্থগিত থাকবে। আগামী ছয় মাসে আইসিসির নীতিমালাবিরোধী কোনো কিছু না করলে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে ক্রিকেটে ফিরতে পারবেন লঙ্কান এই স্পিনার। গত আগস্টে জয়াবিক্রমার বিপক্ষে দুর্নীতির অভিযোগ আনে আইসিসি। প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে দায় স্বীকার করেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা যথাসময়ে আইসিসিকে জানাতে ব্যর্থ হয়েছেন।
প্রস্তাব আসার খুদেবার্তাগুলো মুছে ফেলে তদন্তে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। জয়াবিক্রমা ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন। প্রথম টেস্টেই ১১ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।