ঘরের মাঠে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়ে বসুন্ধরা কিংসের ভুটানে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হলো না। সিডিউল অনুযায়ী ঘরোয়া আসর মাঠে গড়াচ্ছে না। নভেম্বর শেষ সপ্তাহ পর্যন্ত পিছিয়ে গেছে। ১১ অক্টোবর বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানকে নিয়ে দুই দলের এক ম্যাচের টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ দিয়েই নতুন মৌসুমের পর্দা উঠত। যারা জিততো তারাই নতুন আসরে চ্যাম্পিয়ন হয়ে যেত। ১৫ অক্টোবর ফেডারেশন কাপ ও ১৮ অক্টোবর প্রিমিয়ার লিগের সিডিউল ছিল। ভেন্যু জটিলতার কারণে আপাতত তা মাঠে গড়াচ্ছে না। নতুন মৌসুমের দলবদলের পর বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের শুরুটা হবে বিদেশের মাটিতে। ২৬ অক্টোবর ভুটানের থিম্পুতে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। সে দিনই কিংসের বড় চ্যালেঞ্জ। লেবাননের শক্তিশালী ক্লাব নেজমাহ এসসির বিপক্ষে লড়বে।
২১ অক্টোবর দেশ ছাড়বে পেশাদার ফুটবল লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। খেলোয়াড়সহ ৪০ সদস্যের দলের ভুটানে যাওয়ার কথা। এর আগে টানা চারবার এএফসি কাপ খেললেও র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় নিচের গ্রেডের চ্যালেঞ্জ লিগ খেলতে হচ্ছে কিংসকে। ভারতের মোহনবাগান এএফসি কাপের দ্বিতীয় স্তর টুর্নামেন্টে গেলেও ইরানে খেলতে না যাওয়ায় টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের। এএফসি কাপে কিংস তিনবার মোহনবাগানের মুখোমুখি হলেও চ্যালেঞ্জ লিগে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতীয় আরেক বিখ্যাত ক্লাব ইস্টবেঙ্গলকে। ২৯ অক্টোবর দুই বাংলার জনপ্রিয় ক্লাবের লড়াই। এমনিতেই দুই দেশের ক্লাব পর্যায়ে লড়াইয়ে উত্তেজনা ছড়ায়। তারপর আবার কোচ অস্কার ব্রুজোন ইস্টবেঙ্গলের কোচ হওয়ায় ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে গেছে। ১ নভেম্বর স্বাগতিক দল প্যারো এএফসির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে কিংস।
অস্কারের জায়গায় নতুন কোচের দায়িত্ব পেয়েছেন রোমানিয়ার ভ্যালেরিউ তিতা। শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন আগেই। খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করতে কিংস প্রীতি ম্যাচও খেলেছে। দুটি ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ১-১ ড্র। পরের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারায়। কিংসের ৬/৭ জন ফুটবলার কিছুদিন আগে থিম্পুতে জাতীয় দলের হয়ে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে এসেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন তারা।
কিংসের প্রাণ ভোমড়া রবসন রবিনহো এবার নেই। তাকে ছাড়াই কিংস খেলবে। রবসন নিঃসন্দেহে উঁচুমানের খেলোয়াড়। তবে তার অনুপস্থিতি টুর্নামেন্টে খুব একটা প্রভাব পড়বে বলে মনে হয় না। মিগুয়েল ফিগেরা, জনাথন ফার্নান্দেজ, জেরার্ডখাসা, আজোইজে, জুমায়েফ, ওমর সাও, চার্লস দিদিয়ের মতো বিদেশিরা আছেন। তারিক কাজীও খেলবেন। টুর্নামেন্টে সেরা দল ধরা হচ্ছে লেবাননের নেজমাহকে। গুঞ্জন রয়েছে ইসরাইলের সঙ্গে যুদ্ধের কারণে দলটি নাম প্রত্যাহার করে নিতে পারে। যদি তাই হয়, লড়াইটা কিংস ও ইস্টবেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। স্বাগতিক প্যারোকেও হালকা করে দেখার উপায় নেই। মনে রাখতে হবে প্রীতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল ভুটান।