দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। এ জন্য ঢাকায় দলের সঙ্গে যোগ দিতে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়েছিলেন টাইগার সাবেক অধিনায়ক। দুবাই হয়ে ঢাকায় আসার কথা থাকলেও নিরাপত্তার কারণে দেশে ফেরা হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হতে পারে, এ বিবেচনায় বিশ্বসেরা অলরাউন্ডারকে দেশে না ফিরতে পরামর্শ দেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা। মিরপুর টেস্ট থেকে সাকিবকে বাদ দিতে স্টেডিয়াম এলাকায় একদল শিক্ষার্থী প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দেন বিসিবিকে। আবার সাকিবকে খেলানোর পক্ষেও একদল ক্রিকেটপ্রেমী আন্দোলন করেছে। তারাও স্মারকলিপি জমা দিয়েছেন বিসিবিতে। গত দুই দিন সাকিবকাণ্ডে নানা নাটকীয়তা দেখা গেছে দেশের ক্রীড়াঙ্গনে। মিরপুর টেস্ট ২১-২৫ অক্টোবর। টেস্টের জন্য সাকিবকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। গতকাল সাকিবের পরিবর্তে বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে। সাকিবের পরিবর্তে মিরপুরের স্কোয়াডে হাসান মুরাদ- তাহলে বাংলাদেশ ক্রিকেটে সাকিব অধ্যায় শেষ?
দুবাই থেকে ঢাকায় ফেরেননি সাকিব। রয়ে গেছেন। সেখানে তিনি আবুধাবি টি-১০ লিগ খেলবেন। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে বাংলা টাইগার্সকে নেতৃত্ব দেবেন সাকিব। টুর্নামেন্টটিতে তার সঙ্গে খেলবেন আরেক টাইগার ক্রিকেটার তাওহিদ হৃদয়। খেলবেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে না পেরে নিশ্চিত করেই হতাশ সাকিব। তার খেলা না খেলার পক্ষে-বিপক্ষে স্পষ্ট বিভাজন ক্রিকেটপ্রেমীদের। ৩৭ বছর বয়সি তারকা অলরাউন্ডার বাংলাদেশ আওয়ামী লিগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তার সমর্থকরা বিভাজিত হয়ে পড়ে। এ ছাড়া জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিবের সমর্র্থন না থাকায় সমালাচনার ঝড় বয়ে যায়। তাকে বয়কটের ঘোষণা দেন ক্রিকেটপ্রেমীরা। তার বিপক্ষে খুনের মামলা দায়ের করা হয়। তখনই শঙ্কার দেখা দেয় দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলা। যদিও সাকিব মরিয়া ছিলেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে। এ জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাসও পোস্ট করেন। ক্রীড়া উপদেষ্টার সবুজ সংকেত মিলে দেশে ফেরার। বিসিবি তাকে নিয়ে মিরপুর স্কোয়াড ঘোষণা করে রওনা দেন। কিন্তু আন্দোলনে দেশে ফেরা হলো না। তার পরিবর্তে হাসান মুরাদকে নেয় বিসিবি। এর আগে দেশের পক্ষে বহু টেস্ট খেলেননি সাকিব। কিন্তু এতটা আলোচনা হয়নি কখনো।
সাকিব দুবাই থেকে যুক্তরাষ্ট্র ফিরে যাননি। অবস্থান করছেন আবুধাবি। সেখানে টি-১০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বাংলা টাইগার্সের পক্ষে। ঘরের মাটিতে সাকিবের অবসর দেখতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন সাকিবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করেছে বলে এরা খুনি? এদের সঙ্গে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, জানেন আপনি?
গতকাল টাইগারদের সকালে অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। নাজমুল বাহিনী নতুন কোচ ফিল সিমন্সের কোচিংয়ে অনুশীলন করেছেন মিরপুর ও ইনডোর স্টেডিয়ামে। সেখানে যোগ দিয়েছেন বাঁ হাতি স্পিনার হাসান মুরাদ। তাকে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, ‘আমাদের বলা হয়েছে সাকিব প্রথম টেস্টের জন্য অ্যাভেইলেবল নয়। সে তার টেস্ট ক্যারিয়ারের শেষ দিকে দাঁড়িয়ে আছে, কিন্তু অভিজ্ঞতা ব্যাট ও বল হাতে তার যে তার সামর্থ্যরে কোনো বিকল্প নেই আমাদের। হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমাদের সিস্টেমের মধ্যেও ছিল। হাসান মুরাদ আমাদের বোলিংয়ে ভারসাম্য আনবে, বিশেষত ঘরের মাটিতে। আমাদের বিশ্বাস তার এ পর্যায়ে খেলার মতো সম্ভাবনা আছে।’ হাসান মুরাদ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সি এ স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে হাংজু এশিয়ান গেমসে। সেখানে দুটি ম্যাচও খেলেছেন মুরাদ।
মিরপুর টেস্টে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট কিপার), জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।