ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরুর আগে ইংলিশ তারকা ইয়ান বেলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বেলকে ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।
তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের কন্ডিশন সম্পর্কে খেলোয়াড়দের সহায়তা করার জন্যই ইয়ানকে নিয়োগ দেওয়া হয়েছে। ইংল্যান্ডে খেলার প্রচুর অভিজ্ঞতা আছে ইয়ানের। আমরা বিশ্বাস করি গুরুত্বপূর্ণ এই সিরিজে তার পরামর্শ আমাদের দলকে সহায়তা করবে।’
২০১৪ সালের পর ইংল্যান্ডের মাঠে কোনো সিরিজ জিততে পারেনি লঙ্কানরা। সেই অপেক্ষার অবসান করতেই শ্রীলঙ্কার হয়ে এই সিরিজে শুধু ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন বেল।
আগামী ২১ আগস্ট ম্যানচেস্টারে প্রথম টেস্ট শুরুর পাঁচ দিন আগে, অর্থাৎ ১৬ আগস্ট কুশল মেন্ডিজ ও ধনঞ্জয়া ডি সিলভাদের ক্যাম্পে যোগ দেবেন ১১৮ টেস্ট খেলা ব্যাটার।
এর আগে নিউজিল্যান্ড দলের পরামর্শক হিসেবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে কাজ করেছেন ৪২ বছর বয়সী বেল। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলেও ছিলেন তিনি। সঙ্গে কাউন্টি ও বিগব্যাশে কোচিং করানোরও অভিজ্ঞতা রয়েছে তার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ