প্রথমে ৫০ ওভারের সিরিজ জয়। এরপর ২ ম্যাচ বাকি থাকতেই টি–টোয়েন্টি সিরিজ জয়। ব্যাটিং–ব্যর্থতায় চতুর্থ টি–টোয়েন্টি হারলেও আজ বোলারদের ঝলকে পঞ্চম ও শেষ ম্যাচে অনায়াস জয়ে শ্রীলঙ্কা সফরটা দারুণভাবে রাঙিয়ে রাখল বাংলাদেশ নারী ‘এ’ দল।
কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। এদিন আগে ব্যাট করা শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে মাত্র ৫৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৫ ম্যাচ সিরিজটি বাংলাদেশ ‘এ’ জিতে নিলো ৪-১ ব্যবধানে।
আগের ম্যাচে বিশ্রামে ছিলেন অধিনায়ক রাবেয়া খান। এদিন একাদশে ফিরে ৭ রানে ৩ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট নেন ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও মারুফা আক্তার। তাতে ১৬.২ ওভারে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। একমাত্র চেথানা ভিমুক্তি দুই অঙ্কের ১১ রান করেন।
জবাবে সাথি রানি শূন্য ও মুরশিদা খাতুন ৩ রানে ফিরলেও দিলারা আক্তার ৩৩ ও নিগার সুলতানা জ্যোতি ১৪ রানে অপরাজিত থেকে ১১.৪ ওভারে উইকেটের জয় এনে দেন।
বিডি প্রতিদিন/নাজমুল