লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে সেপ্টেম্বরের ২৪ তারিখ আলাভেসের বিপক্ষে বাঁ পায়ের উরুতে চোট পান কিলিয়ান এমবাপে। ধারণা করা হচ্ছিল, সেরে উঠতে তিন সপ্তাহ লাগতে পারে তার। কিন্তু এর আগেই সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তিনি।
তবে ক্লাবের হয়ে ফিরলেও জাতীয় দলের হয়ে বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক। আর এই বিশ্রাম ইস্যুতেই সমালোচনার মুখে পড়েছেন এমবাপে। ফরাসি সংবাদমাধ্যমগুলো বলছে, ক্লাবের হয়ে খেললেও জাতীয় দলের খেলার সময় বিশ্রামে থাকা একেবারেই উচিত হয়নি তার।
নেশনস লিগে এমনিতেই খুব একটা ভালো করতে পারছে না ফ্রান্স। ইতালি,বেলজিয়াম আর ইসরায়েলের গ্রুপে ২ ম্যাচ শেষে তারা ৩ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে, তিনে থাকা বেলজিয়ামেরও পয়েন্ট ৩। ইতালি ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। এর মধ্যে এই সপ্তাহে ইসরায়েল আর বেলজিয়ামের বিপক্ষে দুই ম্যাচে ফ্রান্স নামছে অধিনায়ক ও ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া। ফ্রান্স কোচ দিদিয়ের দিশম এই দুই ম্যাচের দলে এমবাপ্পেকে রাখেননি ফিটনেসের অভাবকে কারণ দেখিয়ে।
কোচের এমন ঘোষণার পর ফরাসি সংবাদমাধ্যম ও সমর্থকরা এমবাপে ও দিশমকে নিয়ে সমালোচনায় মুখর। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষুব্ধ হয়ে লিখেছেন, ক্লাবের হয়ে খেলতে পারলেও জাতীয় দলের হয়ে অধিনায়কের বিশ্রাম নেওয়া খুবই দৃষ্টিকটু। বিশেষ করে ফ্রান্সের সাবেক ফুটবলার ম্যাক্সিম বসিস ও ফ্রান্সের ফুটবল সমর্থকদের প্রধান সংগঠনের মুখপাত্র ফাবিয়া বুনে কঠোর ভাষায় সমালোচনা করেছেন এই বিশ্রামের।
যদিও সমালোচনার জবাবে এখনো এমবাপে কিংবা দেশমের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আগামী ১০ অক্টোবর ইসরাইলের মুখোমুখি হবে ফ্রান্স। ১৫ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবেন তারা।
বিডি প্রতিদিন/নাজিম