অনেক সময় আমরা আমাদের ফোনের গুরুত্বপূর্ণ বার্তা মনের ভুলে মুছে ফেলি। আর সেই বার্তা একবার মুছে গেলে তা আর ফিরে পেতে পারি না। মোবাইল ফোন থেকে যখন গুরুত্বপূর্ণ বার্তাগুলো মুছে যায় তা নিয়ে আমাদের ভীষণ বেগ পেতে হয়। তবে সে সমস্যার সমাধান নিয়ে এলো আইফোন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে ওঠে এসেছে কীভাবে সর্বোচ্চ ৩০ দিন আগে মুছে ফেলা বার্তাগুলো উদ্ধার করা যাবে আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলা যে কোনো আইফোনে। উপায়গুলো দেওয়া হলো-
>> বার্তা উদ্ধারের জন্য প্রথমে আইফোনের সেটিংসের জেনারেল অপশন গিয়ে সেখানে থাকা সফটওয়্যার আপডেট নির্বাচন করতে হবে।
>> উপরের বাম পাশে থাকা এডিট অপশন ট্যাপ করতে হবে।
>> এরপর শো রিসেন্টলি ডিলিটেড-সুবিধা দেখা যাবে। আইফোনের মডেলভেদে এ সুবিধা ফিল্টার সেকশনেও থাকতে পারে।
>> এরপর রিসেন্টলি ডিলিটেড অপশনে ক্লিক করতে হবে। এতে গত ৩০ দিনের মধ্যে মুছে ফেলা সব বার্তা দেখা যাবে।
>> বার্তাগুলো থেকে একা বা একাধিক বার্তা নির্বাচন করলেই সেগুলো আইফোনের মেসেজ অপশনে জমা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ