গুগল সাবেক কর্মী 'নোয়াম শাজির'কে আবারও ফিরিয়ে এনেছে। আর এই কাজে মার্কিন টেক জায়ান্ট খরচ করছে ২৭০ কোটি মার্কিন ডলার।
নোয়াম শাজির গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প 'জেমিনি'তে নতুন টেকনিক্যাল হেড হিসেবে যোগ দিচ্ছেন। তিনি জেফ ডিন ও অরিওল ভিন্যালসের সাথে কো-লিডার হিসেবে কাজ করবেন জেমিনির নেতৃত্বে।
২০০০ সালে গুগলে যোগ দেন শাজির গুগলের স্পেলিং বা বানান সংশোধন ব্যবস্থা উন্নত করার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সালে তিনি 'অ্যাটেনশন ইজ অল ইউ নিড' শিরোনামে গবেষণা পত্র প্রকাশ করেন। সেখানেই মূল কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যত রূপরেখা প্রকাশ পায়।
গুগলে শাজির সহকর্মী ড্যানিয়েল ডি ফ্রেইটাসকে নিয়ে 'মীনা' নামে একটি চ্যাটবটও তৈরি করেছিলেন। তবে নিরাপত্তা এবং ন্যায্যতার বিষয়ে উদ্বেগের কারণে চ্যাটবটটি প্রকাশ করতে চায়নি গুগল। তার জেরেই ২১ বছরের মায়া কাটিয়ে গুগল ছাড়েন শাজির।
২০২১ সালে 'ক্যারেক্টার ডট এআই'তে যোগ দেন তিনি। তাকে ফেরাতেই গুগল ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের বিনিময়ে 'ক্যারেক্টার' এর প্রযুক্তির লাইসেন্স কিনে নিয়েছে। শাজির এবং ডি ফ্রেইটাসের সাথে ক্যারেক্টারের আরও ৩০ জন সহকর্মী গুগলে যোগ দিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল