উইন্ডোজ ১০-এ বিজ্ঞাপন দেখে দেখে অনেকেই বিরক্ত। টাস্কবার, নোটিফিকেশন প্যানেল, এমনকি উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারও সাজেশনের নামে বিজ্ঞাপনের হিড়িক লেগে যায়। আপনি চাইলে এসব এড বা বিজ্ঞাপন বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। আপনার মোবাইলের সেটিং অপশনে গিয়ে একটু পরিবর্তন এনেই এ সমস্যার সমাধান করে ফেলতে পারেন আপনি। আসুন জেনে নিই সেই দুটি সহজ পদ্ধতি।
প্রথম পদ্ধতি
> সেটিংসের পারসোনালাইজড অপশনে গিয়ে লক স্ক্রিন সিলেক্ট করুন।
> গেট ফান ফ্যাক্টস, টিপস অ্যান্ড মোর অপশনে অফ বাটন সিলেক্ট করুন।
> সেটিংসে এই অপশন খুঁজে না পেলে একটি কাস্টম লক স্ক্রিন ওয়ালপেপার, ফিংগারপ্রিন্ট বা ফেস রেকনিশনের পর লকস্ক্রিন বাইপাসের সেটিংস অপশনটি দিয়ে বিজ্ঞাপন বন্ধ করা যাবে।
দ্বিতীয় পদ্ধতি
> সেটিংসের পারসোনালাইজড অপশনে গিয়ে স্টার্ট সিলেক্ট করা।
> এখানে অনেক অপশন খুঁজে পাবেন। এর মধ্যে শো মোর টাইলস অন স্টার্ট অফ করুন।
> শো অ্যাপ লিস্ট ইন স্টার্ট মেন্যু অন করুন।
> শো রিসেন্টলি এডেড অ্যাপ অন করুন।
> শো মোস্ট ইউসড অ্যাপ অফ করুন।
> শো সাজেশন অকেশনালি ইন স্টার্ট অবশ্যই অফ করবেন।
> এবার স্টার্ট ফুল স্ক্রিন অফ করে শো রিসেন্টলি ওপেন আইটেম ইন জাম্প লিস্ট অন স্টার্ট অর দ্য টাস্কবার অ্যান্ড ইন ফাইল এক্সপ্লোরার কুইক একসেস অন করে দিন।
> ফাইল এক্সপ্লোরার এডের ক্ষেত্রে শো শিন প্রোভাইডার নোটিফিকেশন অপশন থেকে টিক মার্ক তুলে দিন।