অস্থায়ী ভিত্তিতে বাস ও ট্রাকের জন্য শূন্যপদে ১০০ জন ‘অপারেটর, গ্রেড-সি (বাস/ট্রাক চালক)’ নিয়োগ দেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বয়সসীমা : প্রার্থীর বয়স হতে হবে ২৮-০৮-২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
যেসব জেলার বাসিন্দা/নাগরিকদের আবেদন করার প্রয়োজন নেই (এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য প্রযোজ্য নয়) :
ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, বাগেরহাট, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পটুয়াখালী, পিরোজপুর, বগুড়া ও নওগাঁ। এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা হতে আবেদন করতে পারবে।
নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সকল চাহিত সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণির (গেজেটেড/নন গেজেটেড) কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্তদের জামানত বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা বিআরটিসি হিসাব বিভাগে জমা প্রদান করতে হবে।
আবেদন : আবেদন পাঠানোর ঠিকানা-জেনারেল ম্যানেজার (প্রশাঃ ও পার্সোঃ) ও সদস্য সচিব, নিয়োগ ও পদোন্নতি কমিটি, বিআরটিসি, ২১, রাজউক এভিনিউ, ঢাকা। আবেদনপত্র আগামী ২৮/০৮/২০২২ খ্রি. তারিখের মধ্যে অপিস চলাকালীন দপ্তরে সরাসরি/কুরিয়া সার্ভিস/ডাকযোগে পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের বিআরটিসির হিসাব বিভাগে ১০ হাজার টাকা জামানত হিসেবে জমা রাখতে হবে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯৩০০-২২৪৯০ টাকা (১৬তম গ্রেড) ও অন্যান্য আর্থিক সুবিধা পাবেন।
অভিজ্ঞতা
অষ্টম শ্রেণি পাস, পেশাদার ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে। প্রার্থী বাছাইয়ের সময় মেডিকেল ও ডোপটেস্ট করা হবে।