শিরোনাম
- আজ পবিত্র শবে বরাত
- রাজধানীতে ৩০ রাউন্ড গুলিসহ গ্রেফতার দুই
- 'খুনি হাসিনাকে ধরে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে'
- ল্যাবের জানালা ভেঙে বিদ্যালয়ের ১৪টি ল্যাপটপ চুরি
- বাংলাদেশ সফরে আসছেন ইতালির ভাইস ফরেন মিনিস্টার
- 'নতুন বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায় সব ধরনের সহায়তা দিচ্ছে'
- বাংলাদেশে স্টারলিংক আনার বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্কের আলোচনা
- দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর ভারতীয় সেনার আত্মহত্যা
- প্রযুক্তিগত সুবিধায় ভবিষ্যতে বিচার ব্যবস্থা আরো সুদৃঢ় হবে : প্রধান বিচারপতি
- বার্ষিক আয়ে শীর্ষে রোনালদো, মেসি-নেইমারের অবস্থান কোথায়?
- অভ্যুত্থানে নিহত একজনের পরিচয় মিলল ডিএনএ টেস্টে
- বিতর্কের ঝড় রণবীরকে ঘিরে, সেলিব্রিটিদের তীব্র প্রতিক্রিয়া
- ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি
- ৮ বছর পর নাফ নদে মাছ ধরার অনুমতি
- টেক ওয়ার: ইলন মাস্ককে ‘অসুখী মানুষ’ বললেন স্যাম
- ডুয়েটে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে সেমিনার, কী-নোট স্পিকার বোয়িং-এর সিনিয়র ইঞ্জিনিয়ার
- মোদির সঙ্গে বৈঠকের আগে কর নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ট্রাম্পের!
- জার্মানিতে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, আহত ২০
- বাংলাদেশের সাথে দুবাইয়ে অনুশীলন করবেন খালেদ-হাসান
- বরিশালের নদীতে নৌবাহিনীর বিশেষ অভিযান, জব্দ বিপুল পরিমাণ অবৈধ জাল
সবজি চাষের গ্রাম ‘উলিপুর’
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
অনলাইন ভার্সন

দিনাজপুরের নদী বিধৌত পলিমাটির গ্রাম বলে পরিচিত উলিপুর গ্রাম। উর্বরা মাটির এই গ্রামে বছরের সব সময় কোন না কোন সবজি চাষ হচ্ছেই। এখানে ফলনও ভাল। এখন গ্রামের ফসলের মাঠ সবুজ সবজির খেতে ভরা। এই গ্রামের প্রায়ই সবাই কমবেশি চাষ করেন।
কৃষিনির্ভর এই গ্রামের বিস্তীর্ণ খেতের পাশ দিয়ে হেটে গেলে দেখা যাবে চালকুমড়া, পটল, শসা, বেগুন, শিম, বরবটি, মুলা, আলু, পিয়াজ, বাঁধাকপি, ফুলকপি, লাউ, পানিকুমড়া ইত্যাদি। যা বাজারে বিক্রি শুরু হয়েছে।
দিনাজপুর শহরের কাছাকাছি উলিপুর গ্রামটি হওয়ায় এর উৎপাদিত সবজি অল্প সময়ে শহরের বড় বাজারগুলোতে পৌঁছে যায়। এতে ভালো দামও পায় কৃষক। এখন প্রতিদিন কাক ডাকা ভোরে বিভিন্ন মাধ্যমে এই গ্রামের সবজি নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যাবে।
দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নে এই সবজি উৎপাদনের উলিপুর গ্রামটি শহরের সবজি চাহিদার শতকরা ২৫ ভাগ পূরণ করে এমনটাই বললেন দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
দিনাজপুর সদর উপজেলা কৃষি বিভাগ জানায়, পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় চলতিবছর বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে। উলিপুর গ্রামের ১৫০ হেক্টরে শিম, বরবটি, কপি, স্কোয়াসসহ বিভিন্ন সবজি চাষ হয় এবং ৩৫০ হেক্টরে আলু চাষ হচ্ছে। ৮০০ থেকে ১০০০ কৃষক এই এলাকায় সবজি চাষ করেন। এতে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
উলিপুর গ্রামের সবজি চাষী শফিকুল ইসলাম, মোস্তাফা কামালসহ কয়েকজন বলেন, আমাদের গ্রামের সবাই নিরাপদ সবজি চাষ করছি। গ্রামের পাশ দিয়ে বহমান পূনর্ভবা নদীর পলি দ্বারা গঠিত মাটি হওয়ায় এই এলাকায় সবজি উৎপাদন খুব ভালো হয়।
ওই গ্রামের সচেতন নাগরিক মোসাদ্দেক হোসেন জানান, এই গ্রামের রাস্তায় সকাল বেলায় দেখা যায় কি পরিমাণে কৃষক বিভিন্ন সবজি নিয়ে যাচ্ছে শহরের বাজারগুলোতে। শহরের মানুষের সবজি চাহিদার এক চতুর্থাংশ পূরণ করে এখনকার চাষীরা। তবে কৃষি বিভাগ আরেকটু দৃষ্টি দিলে সবজির উৎপাদনের পরিমাণ আরও বেশি হবে বলে মনে করি।
দিনাজপুর সদরের উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউপির উলিপুর, উথরাইল ইউপির আশ্রয়ণ এলাকা ও আস্করপুর ইউয়িনের আশ্রয়ণ এলাকায় বেশি সবজি চাষ হয়ে থাকে। আর উলিপুরকে একটি আদর্শ সবজি গ্রামে পরিণত করতে কাজ করছে কৃষি বিভাগ। নিরাপদ সবজি চাষ করতে কৃষকদের সংগঠিত করে জৈবিক পদ্ধতি ব্যবহার করে স্বাস্থ্যসম্মত সবজি চাষে উদ্বুদ্ধ করা হয়। বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদেরকে প্রশিক্ষণ দেয়া হয়। এতে কৃষকরা লাভবান হচ্ছে এবং ক্রেতারাও নিরাপদ সবজি পাচ্ছে।
বিডি প্রতিদিন/এএ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর