অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রং আর ঘ্রাণের কারণে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে লিলিয়াম ফুল। এই ফুল চাষে স্বপ্ন দেখছেন বগুড়ার চাষি রেজোয়ানুল ইসলাম। জেলায় প্রথমবার পরীক্ষামূলকভাবে নেদারল্যান্ডসের লিলিয়াম ফুল চাষে সফল হয়েছেন এই তরুণ উদ্যোক্তা। তার বাগানে শোভা পাচ্ছে হলুদ রঙের মিষ্টি গন্ধযুক্ত এই ফুল। নতুন প্রজাতির এই ফুলটি বাগানে অনেকেই দেখতে আসছেন।
এদিকে তরুণ এই উদ্যোক্তা বলছেন, শীত প্রধান দেশ নেদারল্যান্ডসের লিলিয়াম ফুল বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়া নতুন প্রজন্ম বা ফুলপ্রেমীদের জন্য বিষয়টি শুভবার্তা বয়ে আনবে।
বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় অবস্থিত গ্রীন নার্সারীতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন ফুল চাষি রেজোয়ানুল ইসলাম। তিনি নেদারল্যান্ডস থেকে ২০০টি কন্দ (গাছের মূল) নিয়ে চাষ শুরু করেছেন। শীত প্রধান দেশগুলোতে কন্দ বপণের ৯০ দিনের মধ্যে ফুল সংগ্রহের উপযোগী হলেও বগুড়ায় মাত্র ৫৫দিনে লিলিয়াম ফুল হারভেস্টের উপযোগী হয়েছে।
বিশ্বের ১০টি ফুলের মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে এই ফুলটি। সারাবিশ্বের দামি ফুলের মধ্যে একটি। বাজারে চাহিদাও ব্যাপক রয়েছে। এরই মধ্যে দেশের বাজারে বিদেশি অনেক ফুলের বাজার তৈরি হয়েছে। সেক্ষেত্রে অত্যন্ত কম খরচে শিগগিরই দেশের মাটিতে লিলিয়াম ফুলের চাষ এবং নতুন বাজার সৃষ্টি হবে।
শীতপ্রধান দেশগুলোয় সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি বর্ণের লিলিয়াম ফুল দেখা যায়। এ জাতের ফুলে ছয়টি পাঁপড়ি থাকে। যা বেশ প্রসারিত হয়।
লিলিয়াম ফুল চাষি রেজোয়ানুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, সাধারণত দুই মাসে লিলিয়াম ফুল ফোটার কথা থাকলেও, নিবিড় পরিচর্যার কারণে আমার জমিতে মাত্র ৫৫ দিনে সবকটি গাছে হলুদ রঙের লিলিয়াম ফুল ফুটেছে। আশা করছি আগামী বছরে ইংরেজি নববর্ষ ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভালো দামে এই লিলিয়াম ফুল বিক্রি করতে পারবো।
তিনি আরও বলেন, বাজারে এই ফুল পাইকারী দরে ১৮০ টাকা থেকে ২০০টাকা পর্যন্ত বিক্রি করা যায়। এছাড়া আমদানি করা প্রতিটি ফুল দেশের বাজারে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়।
শহরের কলোনী থেকে থেকে লিলিয়াম ফুল দেখতে আসা লাভলী আক্তার জানান, এর আগে ইউটিউবে লিলিয়াম ফুল দেখেছি। আজ নিজের চোখে দেখলাম, ছবি তুললাম। ফুল দেখে অনেক ভালো লাগলো। আমরা চাই এ ফুলের চাষ বাংলাদেশে ছড়িয়ে পড়ুক।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান ফরিদ জানান, নেদারল্যান্ডস, ইউরোপ ও উত্তর আমেরিকার শীত প্রধান দেশগুলোতে লিলিয়াম ফুলের ব্যাপক চাষ হয়ে থাকে। সাধারণ সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি বর্ণের লিলিয়াম ফুল দেখা যায়। বিশ্বব্যাপী অভিজাত পরিবারে এ ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও এর প্রচুর চাহিদা রয়েছে। বগুড়ায় লিলিয়াম ফুলের চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেয়া হবে। যাতে কৃষকরা অল্প সময়ের মধ্যে চাষ করে লাভবান হতে পারেন।
বিডি প্রতিদিন/নাজমুল