২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৩৪

গ্রন্থমেলায় মুহম্মদ জাইদুল ইসলামের ‘স্বাধীনতার বাঁশিওয়ালা’

অনলাইন ডেস্ক

গ্রন্থমেলায় মুহম্মদ জাইদুল ইসলামের ‘স্বাধীনতার বাঁশিওয়ালা’

এবার একুশে গ্রন্থমেলায় এসেছে মুহম্মদ জাইদুল ইসলামের সম্পাদনায় কবিতার বই ‘স্বাধীনতার বাঁশিওয়ালা’। বইটিতে ১৫৬ জন কবির প্রতিটি লেখায় উঠে এসেছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু। 

‘তুমি জেগে ওঠার আগে
বাংলার আকাশ ছিল মেঘাচ্ছন্ন
পত্রমান ফুলের বাগান শূন্য
বাঙালি ছন্ন ছাড়া সন্ন্যাসী।’

কবি মুহম্মদ জাকির হোসেনের এই কবিতার মতোই ভাষার নান্দনিক গুণাবলিতে বইয়ের প্রত্যেকটি কবিতায় হৃদয়ের মাধুরী মিশিয়ে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আত্মশক্তি ও বাঙালি জাতিসত্তার বন্দনা তুলে ধরা হয়েছে। বইয়ে ‘স্বাধীনতার বাঁশিওয়ালা’ শীর্ষক কবিতা লিখেছেন কবিম আহাম্মদ কবীর হিমেল।

উল্লেখ্য, ক্যানভাস প্রকাশনী থেকে প্রকাশিত বইটি সম্পদনা করা মুহম্মদ জাইদুল ইসলাম ঢাকার সন্তান। কবি মনে তিনিও প্রত্যেকটি লেখায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, দেশপ্রেম ও মানবতার সেবাকে ফোকাসে রেখে লেখায় কাঁচি চালিয়েছেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর