২২ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪১

বইমেলায় অরপি আহমেদ'র ৪টি বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক

বইমেলায় অরপি আহমেদ'র ৪টি বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা একাডেমি গ্রন্থমেলা-২০২০ লেখক, সাংবাদিক ও সাহিত্যিক অরপি আহমেদের চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইগুলো হচ্ছে, ‘অগ্নিঝরা স্লোগান জয়বাংলা’, ‘ক্ষনিক দাঁড়াও পথিক’, ‘জ্বীন পরী ভালোবাসা’ এবং ‘ধামীয়ান’। 

চারটি বইয়ের মধ্যে অগ্নিঝরা স্লোগান জয়বাংলা ও ক্ষনিক দাঁড়াও পথিক বই দুটি প্রকাশ করেছে সময় প্রকাশন এবং জ্বীন পরী ভালোবাসা ও ধামীয়ান প্রকাশ করছে অনন্য প্রকাশনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি ড. মুহাম্মদ সামাদ গত বৃহস্পতিবার রাতে একুশে গ্রন্থমেলায় মুক্ত মঞ্চে অরপি আহমেদের চারটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন, বইয়ের লেখক অরপি আহমেদ, অনন্য প্রকাশনীর প্রকাশক মনিরুল হক, অন্বয় প্রকাশের প্রকাশক হুমায়ুন কবির ঢালী, মেলা প্রকাশনীর প্রকাশক এম.এস দোহা, সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, ফারুক আল শারাহ, লুৎফুর রহমান, ওমর ফারুক, ফখরুল ইসলাম কামাল, রবিউল আলম, ফটো সাংবাদিক সাইফুল রাজু প্রমুখ।


বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর