কথাসাহিত্যিক ইশতিয়াক আহমেদ। বর্তমান তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় নাম। প্রতিবারের মতো এবারও অমর একুশে বই মেলায় এসেছে তার নতুন উপন্যাস ‘সুটকেস’।
ইশতিয়াক আহমেদ বলেছেন, জীবন মূলত সুটকেসের মতোই। আমাদের জানা নেই, কী আছে এর ভেতরে। কতটা বিস্ময় আছে কিংবা কতটা অভাব বা প্রাচুর্য। একটা সুটকেস আর কিছু মানুষের জীবন মিলেমিশে একাকার এ উপন্যাসে। জাহিদ, নীরা, মহিউদ্দিন তালুকদার, আনিস, রিপন, তানজিম, জয়নাল কিংবা আরো যারা আছে, সবারই একটা করে সুটকেস আছে। জীবন নামের সুটকেস।
তিনি আরও বলেন, সুটকেস উপন্যাসের ভেতরে প্রবেশ করলে তাদের জীবনের গল্প পাওয়া যাবে। যে গল্পগুলো নতুন নয়। আপনার, আমার অথবা আমাদের জানাশোনা কোনো পুরাতন গল্পই...। উল্লেখ্য, সুটকেস উপন্যাস পাওয়া যাচ্ছে মেলার অনিন্দ্য প্রকাশের ৫ নম্বর প্যাভিলিয়নে।
বিডি-প্রতিদিন/শফিক