৮ ডিসেম্বর, ২০১৯ ২৩:৪২

কৈলাশের কণ্ঠে ‘ডাক দিয়াছে বাংলাদেশ আমারে...’

অনলাইন ডেস্ক

কৈলাশের কণ্ঠে ‘ডাক দিয়াছে বাংলাদেশ আমারে...’

ছবি-রোহেত রাজীব

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। জেমস-সনু নিগমের পর মঞ্চে উঠেন ভারতের আরেক জনপ্রিয় লোক গায়ক কৈলাশ খের। 

কৈলাশ খের বিশ্বের মোট ২০টি ভাষায় গান গেয়েছেন। মিরপুর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলায় গেয়ে ওঠেন এন্ড্রু কিশোরের বিখ্যাত গান 'ডাক দিয়াছেন দয়াল আমারে...।' তবে গানটির অন্তরা কিছুটা চেঞ্চ করে তিনি এক লাইনে বলেন 'ডাক দিয়াছে বাংলাদেশ আমারে...।' সুরে সুরে কৈলাশের এই সৌজন্যতায় হর্ষধ্বনি ওঠে স্টেডিয়ামজুড়ে।

এর আগে মঞ্চে উঠেই নগর বাউল জেমসের কণ্ঠে ভেসে আসল 'সুলতানা বিবিয়ানা'। দর্শকের মাঝে পড়ে গেল সাড়া। জেমস এসেছেন! গানটি শেষ হতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর হয় আতশবাজি।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর