২৮ ডিসেম্বর, ২০১৯ ২১:৫২

সৌম্যের ব্যাটিং তাণ্ডবের পরেও কুমিল্লার পরাজয়

অনলাইন ডেস্ক

সৌম্যের ব্যাটিং তাণ্ডবের পরেও কুমিল্লার পরাজয়

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু বিপিএলের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী রয্যালস ও কুমিল্লা ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান করে রাজশাহী। এরপর সৌম্য সরকারের ৮৮ রানের ইনিংসের পরও ১৭৫ রান করে কুমিল্লা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন রাজশাহীর দুই ওপেনার লিটন দাশ ও আফিফ হোসেন। ৬.২ ওভারে ৫৬ রান তোলেন তারা। এরপর শোয়েব মালিক করেন ৩৮ বলে ৬১ রান। আর শেষ দিকে অধিনায়ক আন্দ্রে রাসেল ২১ বলে ৩৭ করলে বড় সংগ্রহের দেখা পায় রাজশাহী। 

কুমিল্লার বোলারদের মধ্যে মুজিব উর রহমান, সানজামুল ও সৌম্য একটি করে উইকেট পান।

১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৯ রানের মাথায় দুই টপঅর্ডার রবিউল ইসলাম রবি ও মালান বিদায় নেন। স্টিয়ান ভ্যান জাইলও (২১) বেশিক্ষণ টিকতে পারেননি। চতুর্থ উইকেট জুটিতে সাব্বির রহমানের সঙ্গে ৫২ রানন সৌম্য। সাব্বির ২৩ বলে ২৫ করে মোহাম্মদ ইরফানের বলে আউট হন। তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকা সৌম্য ৪৮ বলে ৮৮ রানের টর্নেডো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা।

রাজশাহী বোলারদের মধ্যে রাসেল, ইরফান, ফরহাদ রেজা ও শোয়েব মালিক একটি করে উইকেট পান।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর