শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের নজরুল-মিজান পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২ টায় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আনোয়ারুল হক বেগ নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. নজরুল ইসলাম সর্বোচ্চ ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে, সাদা দলের অধ্যাপক ড. ছরোয়ার হোসেন পেয়েছেন ৫২ ভোট ।
সাধারণ সম্পাদক পদে নীল দলের অধ্যাপক ড. মিজানুর রহমান ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে, সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসেন পেয়েছেন ৫৭ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ বলেন, সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এতে নজরুল-মিজান পরিষদ ৬৮ শতাংশ ভোট পেয়েছে। ছরোয়ার-তারেক পরিষদ পেয়েছে ৩২ শতাংশ ভোট।
সহ-সভাপতি পদে অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক আয়েশা আক্তার নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য হিসিবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রোকেয়া বেগম, সহযোগী অধ্যাপক ড. সিরাজুল ইসলাম খান, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক রুহুল আমিন, সহকারী অধ্যাপক মেফতাউল ইসলাম, সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম।
নব নির্বাচিত নজরুল-মিজান পরিষদকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, আপনাদের সহযোগিতায় অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠভাবে সম্পাদিত হবে এ প্রত্যাশা করি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ