জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের প্রথম সম্মেলন আগামী ৩০ মার্চ বৃহস্পতিবার। সম্মেলনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক দৌড়ঝাঁপ। এ সম্মেলনের দিন ধার্য করে গত ৮ মার্চ জবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
সম্মেলনের প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জানা যায়, ২০১২ সালের ৩ অক্টোবর এফ এম শরিফুল ইসলামকে সভাপতি ও এস এম সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য জবি ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রায় সাড়ে চার বছর পার করলেও নতুন কমিটি দেওয়া সম্ভব হয়নি। গত বছরের ৬ সেপ্টেম্বর জবি ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু বিশেষ কারণ দেখিয়ে পরে তা স্থগিত করা হয়।
আর নতুন কমিটিতে পদ-প্রার্থী দৌড়ে এগিয়ে আছে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান জুয়েল, কামরুল হাসান, সুরঞ্জন ঘোষ, সমাজসেবা বিষয়ক সম্পাদক সাইফুলাহ ইবনে সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, হারুন অর রশিদ, শামীম রেজা, উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক নাহিদ পারভেজ ও আনিসুর রহমান শিশির (দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত)।
গত বছরের ৩ মার্চ শিশিরর বিরুদ্ধে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন উদ্ভদ বিজ্ঞান বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম শুভ। এর প্রেক্ষিতে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এছাড়া তানভীর এবং আগুনের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, জবি ছাত্রলীগের কমিটিতে ক্লিন ইমেজধারী নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। অবিবাহিত, নিয়মিত ছাত্র, ত্যাগী ছাত্রনেতা যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাদের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হবে।