বিএনপি জঙ্গিবাদকে মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীারা। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মৌলবাদ ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে বক্তারা এ মন্তব্য করেন।
মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন মিছিল-মিটিংয়ের সুযোগ না দেয়ায় দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। তার এ কথায় বুঝা যায় বিএনপি জঙ্গিবাদকে মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশে যে সব বড় বড় জঙ্গি-সন্ত্রাসীর নাম পাওয়া যায়, তার সবই বিএনপি-জামাতের সময় জন্ম হয়েছে। কিন্তু এই সরকার আর তার পুনরাবৃত্তি করতে দেবে না।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি সৈকত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম, মামুন শেখ ও সরকার ডন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, আব্দুল মমিন প্রমুখ। মানববন্ধনে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ