জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের স্থগিত পরীক্ষা আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে। চলবে ১৩ জুন পর্যন্ত।
রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ১৭ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাগুলো বেলা ২টা থেকে শুরু হবে এবং রমজান মাসের কারণে ২৭ মে থেকে ১৩ জুন পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাগুলো সকাল ৯টা থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.nu.edu.bd এ পাওয়া যাবে।
এর আগে ১৯ মার্চ ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৭/মাহবুব