মাশরাফি বিন মর্তুজার টি-২০ থেকে অবসর মেনে নিতে পারছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার অধিনায়কত্ব দিয়ে টি-২০ ক্রিকেটে মাশরাফিকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এই মন্তব্য করেন শিক্ষারা।
রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় নড়াইল জেলা শিক্ষা উন্নয়ন সমিতি আয়োজনে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি পালন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের মন্তব্য, ওয়ানডে খেলার জন্য ফিট থাকলেও মাশরাফি কেন টি-২০ থেকে অবসর নিবেন? নিশ্চয়ই তাকে অবসর নিতে বাধ্য করানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সেখান ফিরে মানবন্ধনে মিলিত হয়।
মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, মাশরাফির নেতৃত্বগুণেই বাংলাদেশ ক্রিকেট এ অবস্থানে আসা সম্ভব হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাদ দেওয়ার এই চিন্তা মাশরাফির প্রতি অন্যায়। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবশ্যই তাকে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরতে মাশরাফির বিকল্প নেই।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৭/ফারজানা