ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব মনিরুন নেছা নিনুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত প্রেস কর্নারে ইবি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব মনিরুন নেছা নিনু, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, ইবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক সমিতির সভাপতি মোস্তাফা জুবায়ের আলম।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মনিরুন নেছা নিনু বলেন, ‘বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীন ও মুক্ত চেতনায় সাংবাদিকতা করতে পারছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাকিদের প্রগতিশীলতার চর্চা দেখে আমি আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রাখব, তিনি যেন ভবিষ্যতে দেশের বাইরের গুরুত্বপূর্ণ সফর গুলোতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত তরুণ সাংবাদিকদেরকে তার সফর সঙ্গী করেন। যাতে করে তারা আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করতে পারে।’
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিষ্ট্রার আমানুর আমান, ইবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শারিফুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন রুদ্র, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন জাতীয় ও অঞ্চলিক পত্রিকার প্রতিনিধিরা।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৭/সালাহ উদ্দিন