শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস এবং শাবি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপু’র ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।
রবিবার বিকেলে জাবিসাসের সভাপতি মওদুদ আহম্মেদ সুজন এবং সাধারণ সম্পাদক শরীফুল কবীর শামীম স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে জাবিসাস নেতৃবৃন্দ বলেন, “কতিপয় বখাটে কর্তৃক নারী উত্যক্তের খবর পেয়ে সাংবাদিকরা পেশাগত কাজে গিয়েছেলেন এবং ঘটনার প্রতিবাদ করেন। কিন্তু উত্যক্তকারী শাবি ছাত্রলীগ কর্মীরা পরবর্তীতে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর ন্যাক্কারজনক হামলা চালায়। কোন প্রকার ইন্ধন ছাড়া কোন সাধারণ ছাত্রের পক্ষে এই ধরনের হামলা করা সম্ভব না। হামলাকারীরা যে দলেরই হোক না কেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, প্রচলিত আইনে মামলা ও গ্রেফতার দাবি করছি।”
“এই দাবি আদায়ে জাবিসাস যে কোন আন্দোলন কর্মসূচিতে সংশ্লিষ্ট সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ ও পাশে থাকবে।”
বিডি-প্রতিদিন/এস আহমেদ