জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত শিক্ষাপযোগী ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে লিফলেট বিতরণ করেছে জবি শাখা ছাত্রদল। এর মাধ্যমে দীর্ঘ তিন বছর পর ক্যাম্পাসের ভিতরে ছাত্রদলকে প্রকাশ্য সাংগঠনিক কার্যক্রম করতে দেখা গেল। মঙ্গলবার সকাল ৯টায় এ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
ছাত্রদল ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর ৩ বছর ৪ মাসে এই প্রথম ক্যাম্পাসে ছাত্রদলকে প্রকাশ্যে র্যালি ও লিফলেট বিতরণ করতে দেখা যায়। এতে ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমানসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল জলিল, মিরাজ রহমান, আবু বক্কর ছিদ্দিক শুভ, মিজানুর রহমান নাহিদ, মনিরুজ্জামান খাঁন, এস এম আল-আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান আসলাম, জাকির হোসেন উজ্জল, আব্দুল মান্নান, মিজানুর রহমান শরিফ, ইব্রাহিম কবির মিঠুসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
এসময় তারা ক্যাম্পাসের বিজ্ঞান ভবন, শহীদ মিনার, ভাষা শহীদ রফিক ভবন, কলা ভবন, ভাস্কর্য চত্বর, নতুন ভবন, ক্যাফেটেরিয়া, মেইন গেইট দিয়ে টিএসসিতে সাধারণ শিক্ষার্থীর মাঝে লিফলেট বিতরণ করেন।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি না থাকায় সুযোগটি কাজে লাগিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। জবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়েছে ৩০ মার্চ। দীর্ঘ ১১ দিনেও জবি শাখা ছাত্রলীগের কমিটি না হওয়ায় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যাচ্ছে না। এ সুযোগে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের নিত্যদিনই দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ জানান, ছাত্রদলকে তো আমরা আসতে নিষেধ করিনি। ছাত্রদল তো নিষিদ্ধ সংগঠন নয়। তবে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/মাহবুব