সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সম্মেলন আগামী ১৩ এপ্রিল। দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ এই কলেজ ছাত্রলীগের সম্মেলন জাঁকজমকপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে করতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সম্মেলন সফল করার লক্ষে গঠিত কমিটিগুলো নিয়মিত সভা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেজন্য ক্যাম্পাসে ব্যস্ত ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) এমপির।
কলেজ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩ অক্টোবর কামরুজ্জামান হিমু সভাপতি ও কাউসার হককে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি করা হয়। এরপর ৫ বছর চলে গেলেও বিভিন্ন কারণে নতুন কমিটি হয়নি। সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, সদস্য মহানগর দক্ষিণ মো. বাচ্চু মিয়া, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু প্রমুখ।
সম্মেলনে প্রসঙ্গে জানতে চাইলে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান হিমু এবং সাধারণ সম্পাদক কাউসার হক বলেন, একটা জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে। এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনের জন্য সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে। সেভাবেই সম্মেলনের প্রস্তুতি চলছে। সম্মেলনের সমস্ত আয়োজন যেন নির্দিষ্ট সময় এবং ভালোভাবে সম্পাদিত হয় সেজন্য নিরালসভাবে পরিশ্রম করছে কলেজ ছাত্রলীগ।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/মাহবুব