এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ তিন জনের নাম উল্লেখ করে ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এই মামলা করেন।
আদালতের বিচারক মুহিতুল হক অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালতের পিপি এডভোকেট এম এ মালেক জানান, মামলার অভিযোগে বলা হয়েছে গত ৮ এপ্রিল ফুফাতো ভাইয়ের সঙ্গে শাবি ক্যাম্পাসে ঘুরতে যায় ওই ছাত্রী। শহীদ মিনার এলাকায় ফুচকা খাওয়ার সময় উল্লেখিত আসামীরা তার মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ে এবং গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। ওই ছাত্রীর আর্তচিৎকারে শাবিপ্রবি প্রেসক্লাবের সাংবাদিকরা এগিয়ে আসেন। এই ঘটনার জের ধরে দুই সাংবাদিককে পিটিয়ে আহত করেন উত্যক্তকারীরা।
মামলার আসামী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন শাবিপ্রবির শাখা ছাত্রলীগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সমাজকর্ম বিভাগের ২য় বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র মাহমুদুল হাসান রুদ্র এবং পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র সাজ্জাদ রিয়াদ।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/ফারজানা