যৌন হয়রানির অভিযোগে মামলা হওয়ার পর বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে।
বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
জাকির হোসাইন বলেন, সম্প্রতি শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ উঠেছে। সে কারণে কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্র থেকে ২ সদস্যের তদন্ত কমিটি সিলেটে পাঠানো হচ্ছে। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ তিন জনের নাম উল্লেখ করে ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এই মামলা করেন।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/মাহবুব