“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা” এই স্লোগানে রাজধানীর অন্যতম ইংরেজী মাধ্যম স্কুল কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা তিন দিন ব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করলো।
১১ এপ্রিল শুরু হওয়া এই আয়োজনে ছিল “বাংলাদেশের নববর্ষ উৎযাপন ও হালখাতা” এবং “বাংলা বর্ষপুঞ্জির উপর আলোচনা অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, বাংলার লোকজ সংস্কৃতি ভিত্তিক সাংস্কৃতিক আয়োজন।
বাঙ্গালীর প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’ এই আয়োজনে সিআইএসডি স্কুলের প্রিন্সিপাল হেড অব স্কুল এ.এম.এম খাইরুল বাশার বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা নববর্ষের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দেয়া এবং বাঙ্গালী সংস্কৃতিকে আজীবন অন্তরে লালন করার জন্যই কার্ডিফ স্কুলের এ ধরনের আয়োজন।”
নতুন বছরকে স্বাগত জানিয়ে স্কুলের শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশনা করে যা উপস্থিত অভিভাবকদের বিমোহিত করে। এছাড়া বাঙ্গালী সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠাপুলি ও পরিবেশন করা হয় এই আয়োজনে।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬