বাঙালির প্রাণের উৎসব পয়েলা বৈশাখ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পয়েলা বৈশাখ ১৪২৪ উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এ মেলার শুভ উদ্বোধন করেন। বৈশাখী মেলা উপলক্ষে আগামী ২ ও ৩ বৈশাখ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রশাসন
সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বেলুন উড়িয়ে বৈশাখী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে উপাচার্যের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হেসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, রেজিস্টার এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগ, হল পৃথক পৃথক ভাবে শোভাযাত্রায় অংশ গ্রহন করে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বৈশাখী মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়।
বংলা রিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান উপ কমিটির আহবায়ক অধ্যাপক ড. এএইচ এম আক্তারুল ইসলাম জিল্লু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমূখ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লালন গবেষক অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী।
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩