শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি চলতি (এপ্রিল) মাসেই সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানান, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ১১ এপ্রিল শেকৃবি ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেকৃবি শাখা ছাত্রলীগ সম্মেলনের আয়োজন করতে ব্যর্থ হওয়ায় তারা দুঃখ প্রকাশ করে। পহেলা বৈশাখের পরদিন (১৫ এপ্রিল) বিজ্ঞপ্তির মাধ্যমে শেকৃবি ছাত্রলীগের সম্মেলনের তারিখ পুনরায় ঘোষণা করা হবে’।
নতুন কমিটিতে কারা আসতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্ষেত্রে কোনো এলাকাকে বিবেচনায় আনা হবে না। নিয়মিত ছাত্র, অবিবাহিত, বয়স ২৯ বছরের কম এবং যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাদের মধ্য থেকেই শেকৃবি শাখা ছাত্রলীগের নতুন নেতাদের নির্বাচিত করা হবে।
প্রসঙ্গত ২০১৩ সালের ১১ অক্টোবর মো. নাজমুল হককে সভাপতি ও দেবাশীষ দাসকে সাধারণ সম্পাদক করে শেকৃবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন নাজমুল হক। গত ১৩ মার্চ দেয়া কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞপ্তির অনুযায়ী ১১ এপ্রিল শেকৃবি শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/মাহবুব