চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিষ্কৃত আব্দুল্লাহ আল কায়সার নামে ছাত্রলীগের এক কর্মীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার ঘটনার জের ধরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ বেধেছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ সংর্ঘষের ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান।
তিনি বলেন, প্রশাসন কর্তৃক বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল কায়সারকে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চতুর্থ বর্ষের স্নাতক ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি পরীক্ষা কমিটির সদস্যরা। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হলে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।
পরে তারা ক্যাম্পাসের গোলচত্বরে এসে বিশ্ববিদ্যালয়ের মূলফটক বন্ধ করে দেয়। এসময় পুলিশ গিয়ে মূলফটক খুলে দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
আব্দুল্লাহ আল কায়সার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বিপুলের অনুসারী বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/মাহবুব