প্রতিষ্ঠার ৬৪ বছরে মাত্র ১৪ বার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। সর্বশেষ ১৯৮৯-৯০ মেয়াদকালে নির্বাচন হওয়ার পর প্রায় তিন দশক ধরে বন্ধ রয়েছে রাকসু নির্বাচন। বিভিন্ন সময় ছাত্র সংগঠন নির্বাচনের বিষয়ে স্বোচ্চার হলেও ছাত্রলীগকে স্বোচ্চার হতে দেখা যায়নি। তবে নতুন উপাচার্য আবদুস সোবহান দায়িত্ব গ্রহণের পর রাকসু নির্বাচনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে রাকসু নির্বাচনসহ আরো ২৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
তাদের অন্য দাবিগুলো আবাসন সমস্যা নিরসন, নবনির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক সংস্কার, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতি স্থাপন, প্রতিটি বিভাগ ও হলে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি টাঙানো, শহীদ ফারুক স্মৃতিফলক নির্মাণ, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, জঙ্গি অপতৎপরতা ঠেকানো, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলকে আরো শক্তিশালীকরণ, শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাসের রাস্তাঘাট সংস্কার, বহিরাগত মটরসাইকেলের অবাধ অনুপ্রবেশ বন্ধ, বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা দূরীকরণ ও সংস্কার, চিকিৎসাকেন্দ্রের চিকিৎসা সেবার মান উন্নয়ন, প্যারিস রোডসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, কেন্দ্রীয় গ্রন্থাগারকে শীতাতপ নিয়ন্ত্রীতকরণ, হলের ডাইনিং ও ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন, পুরো ক্যাম্পাসকে ওয়াই-ফাইয়ের আওতায় আনা, সান্ধ্য আইন বাতিলসহ নিরাপত্তা বৃদ্ধি, পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থাকরণ, পুরো ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় আনা, দশম সমাবর্তন আয়োজন ও প্রতিবছর সমাবর্তন আয়োজন করা এবং সজীব ওয়াজেদ জয়ের নামে বিশ্ববিদ্যালয়ের আইটি পার্ক প্রতিষ্ঠা করা।
রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া জানান, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র মাধ্যম হলো ছাত্র সংসদ নির্বাচন। তাছাড়া এই ছাত্র সংসদ নির্বাচনের সাধারণ শিক্ষার্খীদের প্রত্যক্ষ ভোটে ভিপি নির্বাচিত হয়। ফলে এর মধ্যদিয়ে যোগ্য নেতৃত্ব বের হয়ে আসে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অবিলম্বে রাকসু নির্বাচন দিবে। এছাড়াও আমরা যে অন্য দাবিগুলো জানিয়েছে সেগুলোর বিষয়ে উপাচার্য আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ছাত্রলীগ যে দাবিগুলো জানিয়ে সেগুলো আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। দাবিগুলো পূরণ করার জন্য পদক্ষেপ নেয়া হবে। আর রাকসু নির্বাচন আমরাও দিতে চাই। ছাত্রলীগ যদি রাকসু নির্বাচন দেয়ার মতো পরিবেশ ক্যাম্পাসে তৈরি করতে পারে, তবে নির্বাচন খুব তাড়াতাড়ি নির্বাচন দেয়া হবে।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/মাহবুব