রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন উপ রেজিস্টার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন।
তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনের যোগ্যতা, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার নিয়ম বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। আপাতত আগামী ২২-২৬ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি যাতে সাংঘর্ষিক না হয় সেকারণে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সাধারণ সভায় শুধু পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের অধিকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/৮ জুন, ২০১৭/ওয়াসিফ