আন্তর্জাতিক গ্লোবাল মিডিয়া ফোরামের সম্মেলনে যোগ দিতে জার্মানি যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও রাবি চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সাজ্জাদ বকুল। আগামী ১৯-২১ জুন জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য সম্মেলনে গণমাধ্যম বিশেষজ্ঞ হিসেবে জার্মান সরকারের পক্ষ থেকে তাকে আমন্ত্রন জানানো হয়েছে।
ওই কনফারেন্সেরে এবারের প্রতিপাদ্য বিষয় ‘আইডেনটিটি এন্ড ডাইভারসিটি’। জার্মানির ডয়চে ভেলে একাডেমির মিডিয়া সার্ভিস আয়োজিত এই সম্মেলনটি আন্তর্জাতিকভাবে অনেক সম্মানজনক। এ সম্মেলনে সারা বিশ্ব থেকে গণমাধ্যম বিশেষজ্ঞ, গবেষক, সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষকবৃন্দ অংশ নেন।
রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সঙ্গে জার্মানির ডয়চে ভেলে একাডেমির তিন বছর মেয়াদী একটি প্রকল্প চলমান। এই প্রকল্পের কোর কমিটির একজন সদস্য হিসেবে জনাব সাজ্জাদ বকুল এবারের সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন। সম্মেলনে যোগ দিতে তিনি আগামী ১৬ তারিখ রাজশাহী ত্যাগ করবেন। সম্মেলন শেষে ২২ জুন তিনি বাংলাদেশের উদ্দেশে জার্মানি ত্যাগ করবেন।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৭/হিমেল